বাজে প্রস্তাব দেওয়া হয়েছিল নোরাকে

বিটিসি বিনোদন ডেস্ক: আইটেম গান আর নোরা ফাতেহি যেন একে অন্যের পরিপূরক। তিনি বলিউডে একের পর এক হিট আইটেম গান উপহার দিয়ে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছেন। সব শ্রেণির দর্শকরাই তার নৃত্য ভীষণ পছন্দ করেন।
নোরা কখনো ‘সাকি সাকি’কখনো বা ‘দিলবার দিলবার’ গানের তালে রূপালি পর্দায় ঝড় তুলেছেন। বর্তমানে ব্যাপক দর্শকপ্রিয় এ অভিনেত্রীকে বলিউডে জায়গা করে নিতে অনেক কাঠ-খড় পোড়াতে হয়েছে। ‘আইটেম গার্ল’ তকমা খুব সহজেই ধরা দেয়নি নোরার জীবনে। তবে শুরুকে অনেকেই বিভিন্ন কাজের প্রতিশ্রুতি দিতেন। তবে তাদের এসব প্রস্তাব বেশির ভাগই ছিল সুযোগ সন্ধানী। শুধু তাই নয়, ক্যাটরিনার মতো হতে বাজে প্রস্তাবও দিয়েছিল কেউ কেউ।
নোরা মাত্র ২২ বছরে মুম্বাইয়ের শোবিজে জায়গা করে নিতে কানাডা থেকে ভারতে আসেন। সিনেমায় অভিনয়ের জন্য তাকে একের পর এক অডিশন দিতে হয়েছে। শুরু কিছু কিছু কাজ থেকে প্রত্যাখ্যাত হওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন এ আইটেম গার্ল। এজন্য তাকে মানসিক ডাক্তারের সাহায্যও নিতে হয়েছিল।
কিছুদিন আগে চলচ্চিত্র সমালোচক রাজীব মাসান্দকে একটি সাক্ষাৎকার দেন নোরা ফাতেহি। এতে তার সংগ্রামী দিনের অনেক না বলা কথা তুলে ধরেছেন। বলিউড ইন্ডাস্ট্রির শুরুর দিকের গল্পও বলেছেন তিনি। নোরা ফাতেহি জানান, মুম্বাইয়ে এমন অনেকের সঙ্গে দেখা হয়েছে যারা কাজের প্রতিশ্রুতি দিয়েছেন ঠিকই, কিন্তু এর পেছনে তাদের অসৎ উদ্দেশ্য ছিল। বড় বড় প্রযোজনা সংস্থার সঙ্গে সম্পর্ক করিয়ে দেওয়া কথা বলে বিপদের মধ্যে ফেলেছেন নোরাকে।
নোরা আরও জানান, একটা সময় তার মনে হয়েছিল, অভিনয় জগতে কিছু করে উঠতে না পারলে বাড়ি ফিরে আবারও কলেজে ভর্তি হবেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাকে মনোবিদের সাহায্য নিতে হয়েছিল। একের পরে এক কাজ থেকে প্রত্যাখ্যান পেয়েছিলাম। কেউ বলেছিল, আমি যথেষ্ট যোগ্য নই। কেউ বলেছিল, আমি নাকি পরবর্তী ক্যাটরিনা কইফ হতে চাই। ভয়ংকর পরিস্থিতি হয়েছিল’।
নোরা অনেক মানুষকে বিশ্বাস করে প্রতারিত হয়েছিলেন। এমনকি যশরাজের সিনেমার জন্য অডিশন দিয়ে প্রত্যাখ্যান হয়েছিলেন তিনি। এ ঘটনার পরে এতটাই ভেঙে পড়েছিলেন, নিজের মোবাইল ফোন ভেঙে টুকরো টুকরো করে ফেলেছিলেন নোরা। ওই অডিশন দেওয়ার পর নোরা ভেবেছিলেন দারুণ অভিনয় করেছেন। তিনিই কাজটি পাবেন তিনি। কিন্তু তার সেই আশা পূরণ হয়নি। উল্টো যশরাজের পক্ষ থেকে জানতে পেরেছিলেন, তিনি মোটেই ভালো অডিশন দেননি।
নোরা ২০১৪ সালে ‘রোর: টাইগার অফ সুন্দরবনস’ সিনেমায় প্রথম অভিনয় করেছিলেন। এক সময় শুরু করেন আইটেম গানের কাজ। এরপর তাকে আর পিছু ফিরে তাকাতে হয়নি। আইটেম গানেই তিনি পেয়েছেন যশ, খ্যাতি। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.