বাজেটে আদিবাসীদের জীবনমান উন্নয়নে বিশেষ বরাদ্দের দাবী

নিজস্ব প্রতিবেদক: আদিবাসী পরিষদের কেন্দ্র্র্র্র্র্রীয় কমিটির সভা গণকপাড়ায় অবস্থিত কেন্দ্রিী কমিটির কার্যালয়ে শুক্রবার (১৪ জুন) সকাল ১১টায় অনুষ্টিত হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় আদিবাসীী পরিষদের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট বাবুল রবিদাস।
সভা সঞ্চলনা করেন জাতীয় আদিবাসী পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গণেশ মাডি।
সভায় জাতীয় আদিবাসী পরিষদের উপদেষ্টা ও ওয়াকার্স পার্টি রাজশাহী মহানগর সাধারণ সম্পাদক দেবাশীষ পও্রামাণিক দেবু, জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বিমল কুমার রাজোয়ার, জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য রাজকুমার শাও, নরেশ ওরাও, প্রেসিডিয়াম সদস্য খীষ্টিনা বিশ্বাস বক্তব্যে দেন।
এ সময় কেন্দ্র কমিটির সদস্য প্রদীপ লাকরা, শুশেন কুমার শ্যাম দুয়ার ছাড়াও চাঁপাইনবাবগঞ্জ, নওগঁ, বগুড়া,জয়পুরহাট ও নাটোর জেলার প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।
সভায় বক্তরা বরেলন চলমান বাজেটে সারা দেশের আদিবাসীদের জীবনমান উন্নয়নে বিশেষ বরাদ্দের দাবী জানান।
এছাড়াও আগামী ৩০ জুন সিধু-কানু দিবস উদযাপনের পরিকল্পনা, আগামী ৩ সেপ্টেম্বর ও ৪ সেপ্টেম্বর দুইদিনব্যাপী জাতীয় আদিবাসী কেন্দ্রীয় পরিষদের সম্মেলন নির্ধারণ করা হয় এর আগে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী,নওগাঁ, নাটোর, জয়পুরহাট ও বগুড়াসহ সমুদয় জেলা কাউন্সিল সম্পূর্ন করার সিদ্ধান্ত গ্রহিত হয়।
এছাড়াও আদিবাসী ছাত্র পরিষদ.আদিবাসী যুব পরিষদ ও আদিবাসী নারী পরিসদের সম্মেলনেরও প্রস্তুতি গ্রহন করা হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান-ই-সালাম (বাবুল) রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.