বাঘায় ‘‘গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালীকরণ ’’ বিষয়ে মহিলা সমাবেশ অনুষ্ঠিত
পিআইডি প্রতিবেদক: রাজশাহী জেলা তথ্য অফিসের উদ্যোগে বাঘা উপজেলায় আজ ‘‘ গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালীকরণ ’’ প্রকল্পের আওতায় মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। বাঘা উপজেলার নারায়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বাঘা পৌরসভার মহিলা কাউন্সিলর মোসা. রঞ্জনা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট মো. লায়েব উদ্দীন লাভলু প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অন্যান্যের মধ্যে নারায়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা. পাপিয়া সুলতানা, মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. রিজিয়া আজিজ সরকার, স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মোসা. ফাতেমা খাতুন লতা বক্তৃতা করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার নারীবান্ধব সরকার। তিনি সকল ক্ষেত্রে নারীদের এগিয়ে নিতে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। বক্তারা শিক্ষিত হয়ে সকল উন্নয়ন কর্মকান্ডে নারীদেরকে সক্রিয় থেকে নিজেদের সক্ষমতাকে আরো বাড়িয়ে নেয়ার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, আর্থ-সামাজিক উন্নয়নে নারী ক্ষমতায়নের বিকল্প নেই। নারীরা একই সাথে মা এবং পরিবারের কর্তী, কাজেই সন্তানকে যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলতে মাকে অধিকতর মনোযোগী হতে হবে। অনুষ্ঠানে বক্তাগণ মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাস, বাল্য বিয়ে, য়ৌতুক, শিশু ও নারীদের প্রতি সহিংসতার বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান।
সমাবেশ অনুষ্ঠানে জেলা তথ্য অফিসের উপ-পরিচালক নাফেয়ালা নাসরিন স্বাগত বক্তৃতা প্রদান করেন। স্বাগত বক্তৃতাকালে তিনি বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের গুরুত্ব তুলে ধরে বিস্তারিত আলোচনা করেন এবং এ উন্নয়নকে ধরে রেখে সকলকে একাত্ম হয়ে দেশের জন্য কাজ করার উপর জোর দেন। # (প্রেস বিজ্ঞপ্তি ) #
Comments are closed, but trackbacks and pingbacks are open.