বাগেরহাট অফিসার্স ফোরাম”এর আনুষ্ঠানিক যাত্রা শুরু একতা সহযোগিতা ও উন্নয়ন

বাগেরহাট প্রতিনিধি: “বাগেরহাট অফিসার্স ফোরাম”এর উপদেষ্টা মনোনীত হয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব জনাব মোঃ মশিউর রহমান এবং আহ্বায়ক সাবেক সচিব ড. ফরিদুল ইসলাম।
অফিসার্স ফোরাম”এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। একতা সহযোগিতা ও উন্নয়ন এই স্লোগানকে সামনে রেখে বাগেরহাটের উন্নয়নের জন্য সাবেক ও বর্তমান বিসিএস ক্যাডারগনের সমন্বয়ে গঠিত হয়েছে বাগেরহাট অফিসার্স ফোরাম।
সোমবার (৯ জুন) দুপুরে হযরত খানজাহান আলী (রঃ) মাজার সংলগ্ন পর্যটন মোটেল এন্ড ইয়ুথ ইন এর সম্মেলন কক্ষে বিসিএস ক্যাডারগণের মতামতের ভিত্তিতে ফোরামের উপদেষ্টা মনোনীত হয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব মোঃ মশিউর রহমান এবং আহ্বায়ক মনোনীত হয়েছেন আরেক সাবেক সচিব ড. ফরিদুল ইসলাম।
এ উপলক্ষে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সাবেক সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ ইখতিয়ারুল ইসলাম মল্লিক, পিসি কলেজের অধ্যক্ষ শেখ জিয়াউল ইসলাম, সাবেক অধ্যক্ষ প্রফেসর সাইফুদ্দিন, অতিরিক্ত আইজিপি মোঃ আলী হোসেন ফকির, সাবেক অতিরিক্ত সচিব কে এম কবীর আহমেদ, সাবেক সচিব ও রাষ্ট্রদূত শেখ সেকেন্দার আলী, শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোঃ জাকির হোসেন, শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ইরাদুল হক, এস এম মাহফুজুল হক, ডাক্তার এস এম আবু জাফর, বাবর আলী মীরসহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা সাবেক ও বর্তমান বিসিএস ক্যাডারবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ ইমরান আলী।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বাগেরহাটে রয়েছে প্রাকৃতিক সম্পদ সুন্দরবন, রয়েছে প্রত্নতাত্ত্বিক সম্পদ। এই বাগেরহাট জেলায় জন্মগ্রহণকারী বিসিএস ক্যাডারগণ সরকারের পক্ষে দেশ-বিদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে।
পেশাগত দায়িত্ব পালন এবং দেশের উন্নয়নে সকলে অগ্রণী ভূমিকা পালন করলেও নিজ জেলা বাগেরহাট রয়েছে উন্নয়ন বঞ্চিত। বাগেরহাটের উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে। প্রশাসনের যে যেখানে আছে সেখান থেকেই সামর্থ্য অনুযায়ী বাগেরহাটের উন্নয়নে কাজ করতে হবে।
অনুষ্ঠান শেষে বাগেরহাট অফিসার্স ফোরামের ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.