বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনা কবলিত হয়েছে। এতে ঘটনাস্থলে অজ্ঞাত একজন বাসযাত্রী (৩৫) নিহত এবং চালকসহ আহত হয়েছেন ৮ জন।
মঙ্গলবার ভোর রাতে খুলনা-ঢাকা মহাসড়কের ফকিরহাট উপজেলার মূলঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গাছের সঙ্গে ধাক্কা লেগে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে।
পুলিশ জানায়, মঙ্গলবার ভোররাতে ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী ইমাদ পরিবহনের একটি বাস খুলনার উদ্দেশ্যে যাচ্ছিল। উপজেলার মূলঘর এলাকায় এসে পৌঁছালে চালক বাসটির নিয়ন্ত্রণ হারান। এ সময় গাছের সঙ্গে বাসটির ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে অজ্ঞাত একজন নারী যাত্রী নিহত হন এবং চালকসহ ৮ জন আহত হন।
খবর পেয়ে মোল্লাহাট হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের নিয়ে আসেন। তাদের মধ্যে ৬ জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মোল্লাহাট হাইওয়ে থানার ওসি শেখ নুরুজ্জমান বিটিসি নিউজকে বলেন, ‘নিহত ব্যক্তির এখনও পরিচয় পাওয়া যায়নি। মরদেহ ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রাখা হয়েছে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবহনটি থানায় নিয়ে আসা হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.