বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটের পুর্ব- সুন্দরবন সংলগ্ন শরনখোলা উপজেলার লোকালয় থেকে আবারও বিশাল আকৃতির একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। উপজেলার সোনাতলা গ্রামের তজুরগেট এলাকার জনৈক মালেকের বাড়ির বাগান থেকে শুক্রবার বিকেলে ২০ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, সোনাতলা গ্রামের মরিয়ম বেগমের একটি ছাগল অজগর সাপটি ধরে নিয়ে প্রতিবেশী মালেকের বাড়ির বাগানে নিয়ে যায়। এ সময় ছাগলের চিৎকার শুনে মরিয়ম বেগম ছুটে যায় এবং এমন দৃশ্য দেখে গ্রামবাসিকে জানায়।
পরে কমিউনিটি প্যাট্রলিং গ্রুপ (সিপিজি) সদস্য ও ভিজেল টাইগার টিম (ভিটি আরটি) সদস্যদের নিয়ে ঘটনাস্থলে গেলে লোকজনের উপস্থিতিতে সাপটি ছাগলটিকে ছেড়ে দিয়ে পার্শবর্তী ঝোপের মধ্যে আশ্রয় নেয়।
পরে তল্লাশী চালিয়ে সাপটিকে উদ্ধার করে বনরক্ষিদের সহায়তায় সুন্দরবনে অবমুক্ত করা হয়।
২০ ফুট লম্বা সাপটির ওজন প্রায় ৫৫ কেজি।
শরণখোলা উপজেলা ভিটিআরটি টীমের প্রতিনিধি মোঃ আলম হাওলাদার জানান, বিশালাকৃতির অজগর সাপ লোকালয়ে ধরা পড়ায় স্থানীয়দের মধ্যে শিশু ও গবাদি পশু নিয়ে আতংক সৃষ্টি হয়েছে। তারা ভয়ে বাগানে বের হতে ভয়
পাচ্ছে। পূর্ব সুন্দরবনের শরনখোলা ষ্টেশন কর্মকর্তা মোঃ ফারুক হোসেন জানান, সোনাতলা গ্রামের তজুর গেট এলাকার মালেকের বাড়ির বাগান থেকে উদ্ধার হওয়া সাপটি বনরক্ষীদের সহায়তায় সিপিজি ও ভিটিআরটির সদস্যরা শরণখোলা ষ্টেশন অফিস সংলগ্ন বনে ছেড়ে দিয়েছে। এ সময় বন সংলগ্ন এলাকার বাসিন্দাদের সতর্কতার সাথে চলাচলের পরামর্শ দিয়েছেন। সাপকে পিটিয়ে না মারার অনুরোধ জানিয়েছেন ষ্টেশন কর্মকর্তা ফারুক হোসেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.