বাগেরহাট প্রতিনিধি: কোটা পুনঃ বহাল সহ৭ দফা দাবি পূরণের লক্ষ্যে কেন্দ্রীয় কমিটির নির্দেশ মোতাবেক মঙ্গলবার (৩ অক্টোবার) ২০২৩ ইং দুপুরে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, সদর উপজেলা বাগেরহাট শাখার আহ্বায়ক কমিটির পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বরাবর স্মারকলিপি প্রধান উপলক্ষে দায়িত্ব প্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্ত এম সাইফুল্লাহ সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট বাগেরহাট সদর বাগেরহাট এর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছেন। মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সদর উপজেলা।
এসময় সঙ্গে ছিলেন সাংবাদিক মাসুম হাওলাদার সভাপতি মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড বাগেরহাট জেলা ও সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান রনি। সদর উপজেলা আহবায়ক শাহিন হালদার ও সদস্য সচিব কবিরুল ইসলাম নান্নু সহ অনেকে।
এদিকে একই দাবিতে বগেরহাটের কচুয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর আহ্বায়ক কমিটির পক্ষ থেকে আহবায়ক ফারুক হোসেন, সদস্য সচিব আক্কাস আলী সহ আহ্বায়ক কমিটির সকলে দায়িত্ব প্রাপ্ত কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তর কছে স্মারক লিপি প্রদান করেন।
একই দাবিতে বাগেরহাটের মোল্লাহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করেছেন মোল্লাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে।
Comments are closed, but trackbacks and pingbacks are open.