বাগেরহাট প্রতিনিধি:আলোকিত মানুষ চাই স্লোগানকে সামনে রেখে বাগেরহাটে বিশ্ব সাহিত্য কেন্দ্র ভ্রাম্যাণের বই মেলা চিত্রাংকন, সংস্কৃতি উৎসব প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
সোমবার সন্ধ্যায় বাগেরহাট কেন্দ্রীয় শহীদ মিনারের সম্মুখে চিত্রাংকন ও সংস্কৃতির প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত বই মেলা ও সংস্কৃতি অনুষ্ঠানে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্রনাথ মুখার্জি সিনিয়র সংগঠক বি,এস কে, শেখ সফরুল আলম (সবুজ) চিত্রাংকন প্রশিক্ষক, শিশু একাডেমি। কবিতা আবৃত্তি, গান ও নৃত্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাগেরহাট আদর্শ মাধ্যমিক বিদ্যালয় এর সাবেক প্রধান শিক্ষক রবীন্দ্র নাথ মুখার্জি।
বিশেষ অতিথি ছিলেন, শেখ সফরুল আলম সবুজ, চিত্রাংকন প্রশিক্ষক, শিশু একাডেমী, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাসুম হাওলাদার সভাপতি বাগেরহাট উপজেলা প্রেসক্লাব, ভ্রাম্যমাণ বইমেলার গাড়ি ৩ এর ইউনিট ইনচার্জ মোঃ কামরুজ্জামান।
উপস্থাপনায় মোঃ মনিরুজ্জামান, সংগঠক, ভ্রাম্যমাণ বইমেলা। (গাড়ি নং ৩) সহ অংশগ্রহণকারী শিল্পীবৃন্দদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.