বাগেরহাটে বেগুন চাষে ভাগ্যবদলের স্বপ্ন কৃষকের

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের চিতলমারীতে বেগুন চাষে ভাগ্যবদলের স্বপ্ন দেখছেন কৃষক। উপজেলার চরবানিয়ারী ইউনিয়নের বলেশ্বর নদের তীরবর্তী ডাকাতিয়া বালুর মাঠের বিস্তীর্ণ কৃষি জমিতে এবার ভাঙ্গরজাতের বেগুনের বাম্পার ফলন হয়েছে।
এলাকার বেগুন চাষিদের সাথে কথা হলে তারা বিটিসি নিউজকে জানান, আবহাওয়া অনুকুলে থাকায় এবছর বেগুনের ফলন ভালো এবং বাজারে দামও ভালো। এখানে প্রতি কেজি বেগুন খুচরা মূল্যে বিক্রি হচ্ছে ৫০ টাকা এবং পাইকারি ৪০ টাকা।
চলতি মৌসুমে উপজেলার ৭টি ইউনিয়নে কমবেশি বেগুনচাষ হয়েছে। তবে চরবানিয়ারী ইউনিয়নের বালুর মাঠে রেকর্ড সংখ্যক বেগুন চাষ হয়েছে।
উপজেলা কৃষি অফিসার (কৃষিবিদ) সিফাত আল মারুফ বিটিসি নিউজকে জানান, এ উপজেলার মাটি বেগুন চাষের জন্য উপযোগী। এখানকার চাষীদের বেগুন চাষে সহযোগিতা ও পরামর্শ প্রদান করা হচ্ছে। অনুকৃল পরিবেশ থাকায় বেগুনের বাম্পার ফলন হয়েছে।
ডাকাতিয়া গ্রামের বেগুন চাষী জিবণ হীরা ও মোহম্মাদ আলী বিটিসি নিউজকে জানান, একদিকে বেগুনের ফলন ভালো হয়েছে। অপর দিকে বাজার মূল্য বৃদ্ধিতে বেগুন চাষে আগ্রহ বড়ছে চাষীদের।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.