বাগেরহাটে বিভাগীয় অপরাজিতা নেটওয়ার্কের সভা

 


বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে বিভাগীয় অপরাজিতা নেটওয়ার্কের সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ নভেম্বর) সকালে বাগেরহাট ফাউন্ডেশরেন সম্মেলন কক্ষে খুলনা বিভাগীয় অপরাজিতা নেটওয়ার্কের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন বাগেরহাট জেলা প্রশাসক মোহা: খালিদ হোসেন।
সভায় সভাপতিত্ব করেন অপরাজিতা প্রকল্পের বিভাগীয় সভাপতি মোসা: রিজিয়া পারভীন। সভা পরিচালনা করেন প্রকল্পের ফিল্ড সমন্বয় কারী শিল্পি আক্তার। সভায় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন অপরাজিতা প্রকল্পের বাগেরহাট জেলা সভাপতি এ্যাডভোকেট শরিফা খানম, প্রেগ্রাম সমন্বয়কারী খুলনা সুভোল ঘোষ টুটুল, প্রেগ্রাম সমন্বয়কারী বাগেরহাট মো: আতারুর রহমান টুটুল, অপরাজিতা খুলনা এ্যাডভোকেট পপি ব্যানার্জী, বিথিকা রায়, মাধুরি সরকার, খায়রুন আক্তার মনি, অপরাজিতা বাগেরহাট এ্যা ভোকেট সিতা রাণী দেবনাথ,এ্যাডভোকেট লুনা সিদ্দিকী, তানীয়া খাতুন প্রমূখ।
সভার পূর্বে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে বাগেরহাটে মানববন্ধন, রচনা প্রতিযোগিতা, চিত্রাংকন ও তৃণমূল অপরাজিতাদের স্বীকৃতি প্রদানে পুরস্কার বিতারন করা হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.