বাগেরহাটে বিএনপি নেতা হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে বিএনপি নেতা সজিব তরফদার হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী। রবিবার (১৯ জানুয়ারী) দুপুর ১২টায় বাগেরহাট খুলনা মহাসড়কের সোনাতলা নামক স্থান থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে জেলা জজ আদালতের প্রধান ফটকে সামনে সমাবেশ শেষে মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে শত শত নারী-পুরুষ অংশ নেন।

এতে প্রায় ঘণ্টাব্যাপী খুলনা বাগেরহাট মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।
বিক্ষোভকারীরা বলেন, এজাহার নামীয় আসামিদের গ্রেপ্তার ও ফাঁসি দাবি জানান। বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, সজিবের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে গত ৫ নভেম্বর মঙ্গলবার দুপুরে সদর উপজেলার ডেমা ইউনিয়নের মির্জাপুর গ্রামের মধ্যপাড়া জামে মসজিদ–সংলগ্ন বাগেরহাট-রামপাল (গিলাতলা) সড়কের ওপর এ হত্যাকান্ডের ঘটনা ঘটায়।
এ ঘটনায় হত্যা মামলা দায়ের করলেও মামলার প্রধান আসামিদের গ্রেপ্তারে কোনো তৎপরতা নেই পুলিশের। সজিবের ভাই সোহেল তরফতার বলেন, সজিবকে আর্থিক ও রাজনৈতিক অবস্থানে ঈর্ষান্বিত হয়ে পরিকল্পিতভাবে হত্যা করে হয়েছে।
বিক্ষোভ সমাবেশে বক্তৃতা করেন ইউনিয়ান বিএনপির সাবেক সভাপতি গাজী আবুবক্কর, জেলা যুবদল নেতা সজিব তরফদার, জেলা সেচ্ছাসেবক দলের সাবেক নেতা নিল্লুর রহমান তরফদার, ইউনিয়ান বিএনপির যুগ্ম আহবায়ক শফিক নকিব, ওয়াহিদুজ্জামান বাদশা, ইউনিয়ান যুবদলের সাবেক সাধারন সম্পাদক নকিব শহিদুল ইসলাম, ইউনিয়ান সেচ্ছাসেবক দলের সভাপতি মোতালেব হোসেন, ওয়ার্ড বিএনপির সভাপতি নাজমুল তরফদার প্রমূখ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.