বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে বাসের সাথে ব্যাটারি চালিত অটোরিক্সার মুখোমূখি সংঘর্ষে দুইভাইবোন নিহত হয়েছেন। এসময় দুই মাস বয়সী শিশুসহ আরও তিনজন আহত হয়েছেন।
শনিবার বিকেলে মোরেলগঞ্জ-শরণখোলা আঞ্চলিক মহাসড়কের মোরেলগঞ্জ উপজেলা সদরের ফায়ার সার্ভিস স্টেশনের সামনে এই দূর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
সেখানে তাদের অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতরা হলেন, বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ডোনা গ্রামের কালাম মোল্লার ছেলে মজনু মোল্লা (৫০) এবং তার মেয়ে সুমি আক্তার (৩০)। নিহতরা দুই ভাইবোন।
আহতরা হলেন, নিহত সুমি আক্তারের দুই মাসের শিশু নুশরাত, সিয়াম খাঁ ও ঝুমুর বেগম।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান বলেন, শনিবার বিকেলে শরণখোলা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি পরিবহণ মোরেলগঞ্জ উপজেলা সদরের ফায়ার সার্ভিস স্টেশনের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ব্যাটারি চালিত যাত্রীবাহী একটি অটোরিক্সার মুখোমূখি সংঘর্ষ হয়। এতে ব্যাটারি চালিত অটোরিক্সাটি দুমড়েমুচড়ে দুইভাইবোন ঘটনাস্থলেই মারা যান। অটোরিক্সায় থাকা দুই মাস বয়সী শিশুসহ আরও তিনজন গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটি আটক করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.