বাগেরহাটে বজ্রপাতে-২ ও বিদ্যুৎ স্পৃষ্টে-১ শ্রমিক নিহত, আহত-৬

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের শরনখোলায় বজ্রপাতে ২ জন এবং সদর উপজেলায় বিদ্যুৎ স্পৃষ্টে ১ জন শ্রমিক নিহত হয়েছেন। এ সময় উভয় ঘটনায় ৮ জন আহত হয়েছেন।
শনিবার (১১ মে) সকাল সাড়ে ১০টায় শরনখোলা উপজেলার বান্ধাঘাট এলাকায় বজ্রপাতে নিহতরা হলেন, পিরোজপুর ইন্দুরকানি বালিপাড়া এলাকার মোহাম্মদ মিলন (৩৫) ও মোড়েলগঞ্জ উপজেলার মোস্তফা(৩৮)।
শরণখোলা থানার ওসি এ এইচ এম মো. কামরুজ্জামান খান জানান, উপজেলার বান্দাঘাট এলাকায় কার্গো থেকে বালু উঠাচ্ছিলেন শ্রমিকরা। সকালে বৃষ্টি শুরু হলে তারা পাশের একটি টিনের চালার নিচে আশ্রয় নেন। এ সময় পর পর দুটি বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মিলন এবং মোস্তফা মারা যান। এবং ৫/৬ জন আহত হন। আহতদের উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।
অপরদিকে শুক্রবার বিকেলে বাগেরহাট সদর উপজেলার হাড়িখালি এলাকায় নির্মাণাধীন নার্সিং কলেজের পিলারের বেজে লোহার তৈরি খাঁচা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ সাব্বির মাল (২৫) নামের একজন শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ২ জন শ্রমিক।
নিহত মোঃ সাব্বির মাল মোরেলগঞ্জ উপজেলার হরতকি তলা গ্রামের সেলিম মালের ছেলে।
আহতরা হলেন, একই গ্রামের ইলিয়াস হাওলাদালের ছেলে রবিণ হাওলাদার (২২) ও মোঃ আল আমিনের ছেলে মোঃ আরমান (২৫)। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বাগেরহাট সদর মডেল থানার ওসি মোঃ সাইদুর রহমান বিটিসি নিউজকে বলেন, বিদ্যুতায়িত হয়ে একজন শ্রমিক মারা গেছে। আর আহত দুইজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের মরদেহের সুরতহাল করা হয়েছে। পরিবারের সাথে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.