বাগেরহাটে প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল এর কর্মসূচী চালু

বাগেরহাট প্রতিনিধি: শিশু কিশোরদের পুষ্টি নিশ্চিতে কু-কোড়ামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বাগেরহাট সদর উপজেলা পরিষদের সহযোগীতায় মিড ডে মিল কর্মসূচী চালু করা হয়েছে।
গতকাল দুপুরে প্রধান অতিথি হিসাবে এ কর্মসূচীর উদ্ভোধন করেন বাগেরহাট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান জেলা যুবলীগ সভাপতি সরদার নাসির উদ্দিন।
সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- সদর উপজেলা নির্বাহি কর্মকর্তা রাশেদুজ্জামান, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জব্বার দর্জির সভাপতিত্ত্বে অনুষ্ঠিত উদ্ভাধনী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান খান রেজাউল ইসলাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভিন, উপজেলা শিক্ষা অফিসার রুহুল কুদ্দুস তালুকদার, উপজেলা মিড ডে মিল পরিচালনা কমিটির সভাপতি ইউপি চেয়ারম্যান মনি মল্লিক, বিষ্নুপুর ইউপি চেয়ারম্যান এমডি মাসুদ রানা, সহকারী উপজেলা শিক্ষা অফিসার শাহ আলম মাতুব্বার।
এছাড়া স্থানীয় মুক্তিযোদ্ধা, গন্য মান্য ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের শিক্ষক, পরিচালনা কমিটির সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন বিষ্নুপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ৩ নং ওয়ার্ড মেম্বর দর্জি আজমল হোসেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.