বাগেরহাটে নারীসহ ৪ মাদকসেবি আটক, ভ্রাম্যমান আদালতে কারাদন্ড

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় যৌথবাহিনী পৃথক ঘটনায় মাদক সেবনকালে ৩ যুবক ও ফেনসিডিলসহ এক নারীকে গ্রেফতার করা হয়েছে। পরে মাদক সেবনকারী ৩ যুবক কে উপজেলা নির্বাহী অফিসার ভ্রাম্যমান আদালত বসিয়ে ৬ মাস করে কারাদন্ডাদেশ দিয়েছেন।

দন্ডপ্রাপ্তরা হচ্ছেন, মোড়েলগঞ্জ পৌরসভার বারইখালী গ্রামের সালমান মুন্সি (২০), জিউধরা গ্রামের সুমন গাজী (২৭) ও গুলিশাখালী গ্রামের নজরুল গাজী (৩০)। রবিবার সকালে মোড়েলগঞ্জ থানা পুলিশ ওই ৩ যুবককে বাগেরহাট কারাগারে প্রেরন করেছে। এর আগের শনিবার রাত ১০টার দিকে উপজেলা
নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলাম এদেরকে কারাদন্ড দিয়ে পুলিশে সোপর্দ করেন।
এ ছাড়া সেনাবাহিনীর মোড়েলগঞ্জ উপজেলার টহল দল স্থানীয় বয়রাতলা এলাকা থেকে লুইজা রহমান টুম্পা (৩৪) নামের এক নারীকে ভারতীয় ফেন্সডিলসহ আটক করে থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।
মোরেলগঞ্জ থানার নবাগত ওসি মো. রাকিবুল ইসলাম রবিবার বিকেলে জানান, যৌথবাহীনির হাতে আটক এবং ভ্রাম্যমান আদালতে দন্ডপ্রাপ্ত ৩ যুবক কে কারাগারে এবং ফেন্সিডিলসহ আটক নারীকে মামলা দায়েরপুর্বক রবিবার বেলা ১১ টার দিকে বাগেরহাট আদালতে সোপর্দ করা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.