বাগেরহাটে তারেক রহমানের পক্ষ থেকে প্রতিটি মন্ডপে আর্থিকসহায়তা প্রদান ও দুর্গাপূজায় যুবদল নেতার শুভেচ্ছা বিনিময়

 

বাগেরহাট প্রতিনিধি: হিন্দু ধর্মালম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বিভিন্ন পূজা মন্দিরে শুভেচ্ছা বিনিময় করেন বাগেরহাট জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সুজন মোল্লা।

শুক্রবার বিকাল থেকে গভির রাত পর্যন্ত তিনি বাগেরহাট সদর উপজেলা ও পৌরসভার বিভিন্ন দূর্গামন্দিরে গিয়ে বিভিন্ন পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ পূজা উদযাপন কমিটির নেতবৃন্দ সহ পূন্যার্থীদের সাথে মতবিনিময় করেন।
জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সুজন মোল্লা বলেন, বলেন, গত ১৬ বছর আপনারা দেখেছেন একটি সরকার ছিল। যারা নিজেদের সংখ্যালঘু সম্প্রদায়ের বন্ধু বলতো। মুখে বন্ধু বললেও বাস্তবে তারা তাদের কোনো সেবা দেইনি এবং সেবা করেনি। আমরা বিশ্বাস করি বাংলাদেশের প্রতিটি মানুষের ধর্মীয় উৎসবের অধিকার রয়েছে। আমি স্পষ্ট করে বলতে চাই এই দেশ আমাদের সবার, ধর্ম-বর্ণ নির্বিশেষে এ দেশ সব মানুষের নিরাপদ আবাসভূমি। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ।
দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসবই নয়, এটি এখন সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে। পূজা মন্দিরে পরিদর্শন শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যন তারেক রহমানের পক্ষ থেকে প্রতিটি মন্ডপে আর্থিক সহায়তা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন, মাসুদুর রহমান মাসুদ, রাহান যোয়ারদার, এস কে বদরুল আলম, পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মো: সুমন পাইক, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোল্লা আতিকুর রহমান রাসেল সহ জেলা যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.