বাগেরহাটে চোরাই প্রাইভেট কার উদ্ধারসহ চোর সিন্ডিকেটের ২ সদস্য গ্রেফতার

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের মোংলা বন্দর এলাকা থেকে চুরি করে আনা একটি প্রাইভেট কার উদ্ধারসহ চোর সিন্ডিকেটের ২ সদস্যকে আটক করেছে বাগেরহাট সদর মডেল থানা পুলিশ।

চোরাই এ প্রাইভেট কারের অবস্থান নিশ্চিত হয়ে বাগেরহাট সদর মডেল থানার একদল পুলিশ মঙ্গলবার বিকেলে সদর উপজেলার বেমরতা ইউনিয়নের চিতলী বৈটপুর এলাকার ষাটগম্বুজ ট্রান্সপোর্ট এজেন্সীর অফিসের পাশ থেকে চোরাই কৃত প্রাইভেট কারটি উদ্ধার করে। এসময় চোর চক্রের ২ সদস্যকে হাতে-নাতে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো, বাগেরহাটের মোংলা উপজেলার বুড়িরডাঙ্গা গ্রামের মকবুল শেখের ছেলে সজিবুজ্জামান জয় (২২) এ একই এলাকার মোঃ নজরুল শেখের ছেলে নাজমুল শেখ (২৫)।
পুলিশ জানায়, গত সোমবার মোংলা উপজেলার বুড়িরডাঙ্গা সরকার মার্কেট পিডিপি অফিসের মেইন গেটের সামনে রাস্তার পাশ থেকে জনৈক মো: কামাল হোসেন খানের প্রাইভেট কার চুরি হয়।
এ ঘটনায় কারের মালিক মোংলা থানায় একটি সাধারন ডায়েরী করেন।
বাগেরহাট সদর মডেল থানার ওসি মোঃ মাহামুদুল হাসান বিটিসি নিউজকে বলেন, গোপন খবরের ভিত্তিতে প্রাপ্ত তথ্যানুযায়ী চিতলী বৈটপুর এলাকা থেকে চোরাই প্রাইভেট কার সহ ২ জন কে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় মোংলা থানায় একটি চুরি মামলা রেকর্ড করা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.