বাগেরহাটে গাজা-হিরোইন জব্দ, ২ মাদক কারবারীর দেড় বছরের কারাদন্ড


বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের রামপালে এক কেজি ১০ গ্রাম গাজা এবং ৩ গ্রাম হির্ইোনসহ মোঃ রাজ্জাক খা (৩১) ও শেখ নূরুল ইসলাম (৪১) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
সোমবার (৩১ জুলাই) দুপুরে ভ্রাম্যমান আদালত বসিয়ে মোঃ রাজ্জাক খাকে ১ বছর ১০ মাস এবং শেখ নূরুল ইসলামকে ১ বছর ৬ মাসের কারাদন্ড দেওয়া হয়। রামপাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ সালাউদ্দীন দিপু ভ্রাম্যমান আদালতের বিচারক হিসেবে এই আদেশ প্রদান করেন।
এর আগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বাগেরহাট কার্যালয়ের সদস্যরা রামপাল উপজেলার পারগোবিন্দপুর ও রনসেন এলাকায় পৃথক অভিযান চালিয়ে এদেরকে আটক করে। এদের মধ্যে মো. রাজ্জাক খাঁ‘র কাছ থেকে এক কেজি ১‘শ গ্রাম গাজা এবং শেখ নূরুল ইসলামের কাছ থেকে ৮২টি পুরিয়ায় ৩ গ্রাম হিরোইন উদ্ধার করা হয়েছে।
দন্ডাদেশ প্রাপ্ত মো. রাজ্জাক খাঁ রামপাল উপজেলার পারগোবিন্দপুর গ্রামের মো. লিয়াকত আলী খাঁ’র ছেলে এবং শেখ নূরুল ইসলাম একই উপজেলার রণসেন গ্রামের শেখ আতিয়ার রহমানের ছেলে। দন্ডপ্রাপ্ত ২ আসামীদেরকে রামপাল থানা পুলিশের মাধ্যমে বাগেরহাট কারাগারে প্রেরণ করে।
ভ্রাম্যমান আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) শেখ সালাউদ্দীন দিপু বলেন, ভ্রাম্যমান আদালতে ২ মাদক কারবারীকে পৃথকভাবে কারাদন্ড প্রদান করা হয়েছে। তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.