বাগেরহাটে আহরণ নিষিদ্ধ দুটি শাপলাপাতা মাছ উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি: শিকার বা আহরণ নিষিদ্ধ বিরল প্রজাতির দুটি শাপলাপাতা মাছ উদ্ধার করেছে বাগেরহাটের পুর্ব- সুন্দরবন বন বিভাগ। গোপন খবরের ভিত্তিতে সোমবার সকালে বাগেরহাট শহরের কেবি মাছ বাজার এলাকা থেকে ১২০ কেজি ওজনের এই মাছ জব্দ করে বনরক্ষিরা।

এ সময় জেলে বা বন বিভাগ কাউকে আটক করতে পারে নাই। সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ কাজী নুরুল করীম বলেন, সোমবার সকালে বাগেরহাট শহরের কেবি বাজার সামুদ্রিক মাছের হাটে নিষিদ্ধ শাপলাপাতা মাছ বিক্রি করছে। এমন সংবাদের ভিত্তিতে বনরক্ষীরা সেখানে অভিযানে যায়।
এ সময় বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে মাছ ফেলে রেখে পালিয়ে যায় ব্যবসায়ীরা। পরে ১২০ কেজি ওজনের আহরণ নিষিদ্ধ দুটি শাপলাপাতা মাছ উদ্ধার করা হয়। জব্দ করা শাপলাপাতা মাছ কেরোসিন দিয়ে বন বিভাগের কার্যালয়ের চত্তরে মাটির নিচে পুতে ফেলা হয়েছে।
তিনি আরও জানান, বিলুপ্ত প্রায় প্রজাতির শাপলাপাতা মাছ আহরণ নিষিদ্ধ করেছে সরকার।এই মাছ আহরণ, বিক্রয় ও সংরক্ষন না করার জন্য বন বিভাগের পক্ষ থেকে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হয়েছে। এরপরেও কিছু অসাধু জেলে এই মাছ আহরণ করছে। ব্যবসায়ীরা এই মাছ বিক্রি করছে। সকলকে সচেতন হওয়ার আহবান জানান তিনি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.