বাগাতিপাড়ার দয়ারামপুর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা

নাটোর প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়া উপজেলার ৪নং দয়ারামপুর ইউনিয়ন পরিষদের ২০২৪-২০২৫ অর্থ বছরে ১ কোটি ১৮ লাখ ৪৭ হাজার ১ শত ১৬ টাকার উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে।
মঙ্গলবার (২৮ মে) সকালে দয়ারামপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এই বাজেট পেশ করেন ইউপি সচিব অনুপ কুমার সরকার।
বাজেটপূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন চেয়ারম্যান মাহাবুর ইসলাম মিঠু। প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাচন অফিসার ফাতেমা খাতুন।
উল্লেখ্য, বাজেটে আয় ধরা হয়েছে ১ কোটি ১৮ লাখ ৪৭ হাজার ১ শত ১৬ টাকার এবং ব্যয় ধরা হয়েছে ১ কোটি ১৭ লাখ ৮৫ হাজার ৫শত টাকা।
এ অনুষ্ঠানে ইউপি সদস্য, সংরক্ষিত মহিলা সদস্য, শিক্ষক,সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.