বাগাতিপাড়ায় মফস্বলের তিন মেধাবীর মেডিকেল কলেজে চান্স

নাটোর প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়া উপজেলার মফস্বল থেকে তিন মেধাবী শিক্ষার্থী মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। এর মধ্যে এক শিক্ষক এবং দুই সাবেক সেনা কর্মকর্তার সন্তান রয়েছেন।
তারা হলেন, এনএম মাহী রহমান, আদনান আহমেদ ও নূরে জান্নাত নূরী। সোমবার তাদের পরিবার সূত্রে এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, রোববার প্রকাশিত ফলাফলের মেধাক্রম অনুযায়ী এনএম মাহী রহমান সিরাজগঞ্জের শহীদ ক্যাপ্টেন মুনছুর আলী মেডিকেল কলেজে, আদনান আহমেদ রংপুর মেডিকেল কলেজ এবং নূরে জান্নাত নূরী ফরিদপুর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। এনএম মাহী রহমান উপজেলার পাঁকা ইউনিয়নের চিথলিয়া গ্রামের শিক্ষক মাসুদ উর রহমান ও গৃহিনী মাহমুদা পারভীন দম্পতির ছেলে।
বাবা মাসুদ উর রহমান উপজেলার লোকমানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক। সে রাজশাহীর নিউ গভঃ ডিগ্রী কলেজ থেকে এইচএসসি এবং বাগাতিপাড়ার কাদিরাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল থেকে এসএসসিতে জিপিএ ৫ পেয়েছিল। তিনি কোন কোচিং করেননি বলে জানান।
এদিকে আদনান আহমেদ উপজেলার দয়ারামপুর কাজিপাড়া গ্রামের অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আমিনুল ইসলাম এবং মা সুরাইয়া সুলতানা দম্পতির ছেলে এবং নূরে জান্নাত নূরী একই উপজেলার দয়ারামপুরের তালতলা গ্রামের অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা নূরুল ইসলাম ও মা গৃহিনী শাহানারা বেগম দম্পতির মেয়ে। তারা উভয়েই বাগাতিপাড়ার কাদিরাবাদ ক্যান্টনমেন্ট স্যাপার কলেজের শিক্ষার্থী ছিলেন। সফলতার পেছনে তাদের সবাই কঠোর পরিশ্রমের বিকল্প নেই বলে জানিয়েছেন।
এছাড়াও তাদের পিতা-মাতাও বেশ খুশি হয়েছেন বলে জানান। তবে মেইন বইয়ের পাশাপাশি প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে অনলাইনে বিভিন্ন শিক্ষকদের ক্লাসকেও তারা গুরুত্ব দিয়েছেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.