বাগমারা (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর বাগমারায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৬ জন অবসরপ্রাপ্ত শিক্ষককে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। বাগমারা উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষক পরিবার এ সংবর্ধনার আয়োজন করে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলা হলরুমে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান শিক্ষক সাইদুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগমারা উপজেলা শিক্ষা অফিসার সাইফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রাজশাহী শিরোইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম আজাদ সফিউর রহমান।
প্রধান শিক্ষক রণজিত কুমারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) এলিশ বেগম, আব্দুর রউফ, দেলোয়ার হোসেন, আশরাফুল ইসলাম, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রঞ্জন কুমার সুত্রধর, মুনজুল ইসলাম, মাহবুবুর রহমান, আব্দুল্লাহ আল মামুন, মাহমুদা সিদ্দিকা, ইন্সট্রাক্টর (ইউআরসি) শাহাদত হোসেন, বিদায়ী শিক্ষকগেনর পক্ষ থেকে শামসুজ্জামান মৃধা, খোন্দকার জায়েদুর রহমান প্রমুখ।
বিদায় অনুষ্ঠানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। বিদায়ী শিক্ষকগণকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
Comments are closed, but trackbacks and pingbacks are open.