বাগমারায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইঞ্জিনিয়ার এনামুল হকের মনোনয়ন ফরম উত্তোলন


বাগমারা প্রতিনিধি: রাজশাহী-৪ বাগমারা আসনের দলীয় মনোনয়ন না পেয়ে বাগমারার বর্তমান এমপি ইঞ্জিনিয়ার এনামুল হক স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোয়ন ফরম উত্তোলন করলেন।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে এনামুল হকের পক্ষে তার সমর্থিত নেতা-কর্মীরা বাগমারা উপজেলা সহকারী রিটানিং কর্মকর্তার দপ্তর থেকে মনোনয়ন ফরম উত্তোলন করেছেন।
এনামুল হক দলীয় মনোনয়ন না পাওয়ায় গত দুই দিন তার অনুসারীরা নিরব ছিলেন। সোমবার এনামুল হক একটি ভিডিও বার্তায় এসে মনোনয়ন না পাওয়ায় কান্নায় ভেঙ্গে পড়েন।
তিনি নিজের কিছু ভুল রয়েছে বলে স্বীকার করে উন্নয়নের জন্য এলাকাবাসরি পাশে থাকার ঘোষণা দেন। সে সময় নিজের প্রার্থীতা ঘোষণা দেননি তিনি। তবে আজ মনোনয়ন ফরম তোলায় প্রার্থীতা নিয়ে ধোঁয়াশার আবসান ঘটে।
মনোয়ন উত্তোলনের সময় উপস্থিত ছিলেন, এনামুল হকের ছোট ভাই মাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল হক, বাগমারা উপজেলা আ’লীগের সিনিয়র সভাপতি ও ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, উপজেলা আ’লীগের সহ সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান টুকু, দপ্তর সম্পাদক নুরুল ইসলামসহ তার অনুসারী স্থানীয় নেতাকর্মী।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগমারা প্রতিনিধি মো: আফাজ্জল হোসেন / রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.