রাজনীতিব্রেকিং নিউজরাজশাহী বাগমারায় সাংবাদিকদের সাথে স্থানীয় এমপি এনামুল হকের মতবিনিময় অনুষ্ঠিত By বার্তা কক্ষ On ডিসে. ৭, ২০২৩ Share বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগমারায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন রাজশাহী-৪ বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। বৃহস্পতিবার দুপুরে সাংসদের শিকদারী সালেহা-ইমারত কোল্ড স্টোর মিলনায়তনে মতবিনিময় কালে তিনি অবাধ ও সুষ্ঠ নির্বাচনে সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন। তিনি বলেন, সাংবাদিকরা পারেন প্রচার-প্রচারণার মাধ্যমে এলাকায় সুষ্ঠ নির্বাচনের পরিবেশ বজায় রাখতে। সুষ্ঠু নির্বাচন, দুর্বৃত্তায়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি, ভোটাররা যেন নির্ভয়ে ভোট কেন্দ্রে আসতে পারে এমন সার্বিক বিষয়ে সাংবাদিকদের দেখভাল একান্ত বলে সহযোগীতা কামনা করেন এম.পি এনামুল হক। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন, বাগমারা প্রেসক্লাবের সভাপতি আফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক রাশেদুল হক ফিরোজ, সাবেক সভাপতি ইউসুফ আলী সরকার, আলতাফ হোসেন মন্ডল, সাবেক সাধারন সম্পাদক, মাহফুজুর রহমান প্রিন্স, সাংবাদিক নূর কুতুবুল আলম, এসএম শামসুজ্জোহা মামুন প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন, সাংবাদিক আবু বাক্কার সুজন, নাজিম হাসান, হেলাল উদ্দিন, জিল্লুর রহমান দুখু, শামীম রেজা, আব্দুল মতিন, ফারুক হোসেন, রতন কুমার সহ বাগমারায় কর্মরত সাংবাদিকরা। সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগমারা প্রতিনিধি মো: আফাজ্জল হোসেন / রাজশাহী। # Share FacebookTwitterGoogle+ReddItWhatsAppPinterestEmail
Comments are closed, but trackbacks and pingbacks are open.