BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বাগমারায় বিপুল পরিমান অ্যালকোহল সহ মাদক কারবারী হোসেন গ্রেফতার

বাগমারায় বিপুল পরিমান অ্যালকোহল সহ মাদক কারবারী হোসেন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বাগমারায় বিপুল পরিমান অ্যালকোহল সহ মোঃ হোসেন আলী (৫০), নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার (৩ নভেম্বর) দিনগত রাত আড়াইটায় রাজশাহী বাগমারা থানাধীন জোতিনগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এ সময় তার কাছ থেকে ১১৬ বোতল (১১.৬ লিঃ) মরন নেশা অ্যালকোহল জব্দ করা হয়।

গ্রেফতার মোঃ হোসেন আলী (৫০), তিনি বাগমারা থানার মন্দিয়াল মধ্যপাড়ার মৃত রিক প্রামাণিকের ছেলে।

মঙ্গলবার সকালে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

র‌্যাব জানায়, সোমবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, এর আভিযানিক দল জানতে পারে, রাজশাহীর বাগমারা থানাধীন জোতিনগঞ্জ বাজারে ১জন মাদক কারবারী হোমিওপ্যাথিক ঔষধের আড়ালে শতকরা ৯০ ভাগ অ্যালকোহল যুক্ত মাদক যুব সমাজের কাছে বিক্রয় করে আসছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছে থাকা বাজারের ব্যাগ তল্লাশী করে ১১৬ বোতল অ্যালকোহল জব্দ করা হয়।

র‌্যাব আরও জানায়, সম্প্রতি রাজশাহীর বিভিন্ন জায়গায় অ্যালকোহল পাণ করে প্রাণনাশের ঘটনাও ঘটেছে।

জিজ্ঞাসাবাদে গ্রেফতার মাদক কারবারী হোসেন আলী স্বীকার করেছে, সে দীর্ঘদিন যাবত হোমিওপ্যাথিক ঔষধ বিক্রয়ের আড়ালে অধিক লাভের আশায় রাজশাহী জেলা ও মহানগরীর বিভিন্ন মাদক ব্যবসায়ী ও যুবসমাজের মাঝে এই মাদক বিক্রয় করে আসছিল।

এ ব্যপারে গ্রেফতার হোসেনের বিরুদ্ধে বাগমারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
মঙ্গলবার সকালে তাকে বাগমারা থানায় হস্তান্তরে করা হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো. মাসুদ রানা রাব্বানী / রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ