বাগমারায় পেট্রোল পাম্পে ভেজাল বিরোধী অভিযান আদালতে স্যাম্পুল উদ্ধার

প্রতীকী ছবি
বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারায় শনিবার বিকালে উপজেলা সদর ভবানীগঞ্জ ব্র্যাক মোড়ে অবস্থিত পেট্রোল ফিলিং ষ্টেশন ভেজাল পেট্রোল বিক্রির অভিযোগে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে।
ভ্রাম্যমান আদালতে পেট্রোলের স্যাম্পুল উদ্ধার করে পরীক্ষার জন্য ল্যাবে প্রেরণ করা হয়। এছাড়া ভেজাল তৈল বিক্রি করা থেকে বিরত রাখতে ফিলিং ষ্টেশনের পরিচালক মিন্টুর কাছ থেকে মুছলেকা নেয়া হয়েছে। পরীক্ষিত পেট্রোলে ভেজাল প্রমানিত হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমন চৌধুরী জানিয়েছেন।
এলাকাবাসী ও আদালত সুত্রে জানা গেছে, উপজেলা সদর ভবানীগঞ্জ পেট্রোল ফিলিং ষ্টেশন দীর্ঘ দিন ধরে ভেজল পেট্রোল বিক্রি করে আসছেন। বছর দুই আগে ওই পাম্পে ভেজাল পেট্রোল বিক্রির অভিযোগে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানা করা হয়। এই ধারাবাহিকতায় শনিবার স্থানীয় বেশ কিছু পেট্রোল তেলের গ্রাহক ভেজাল তেল বিক্রির অভিযোগ করে।
অভিযোগে উপজেলা নির্বাহী অফিসার এ,এফ, এম আবু সুফিয়ানের নির্দেশে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমন চৌধুরী ওই পেট্রোল পাম্পে অভিযান পরিচালনা করেন। পরে পাম্পের পেট্রোলের স্যাস্পুল সংগ্রহ পূর্বক পাম্পের পরিচালকের মুচলিকা নিয়ে ছেড়ে দেয়া হয়।
ভ্রাম্যমান আদালতে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের দায়িত্ব পালনকারী নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমন চৌধুরী বিটিসি নিউজকে জানান, ভেজাল পেট্রোল বিক্রির অভিযোগে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। পেট্রোলের স্যাম্পুল পরীক্ষা শেষে ভেজাল প্রমানিত হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগমারা প্রতিনিধি মো: আফাজ্জল হোসেন / রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.