বাগমারায় পুর্ব শত্রুতামূলক বাড়িতে আগুন দেয়ার অভিযোগ

বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারায় পূর্ব শত্রুতায় প্রতিবেশীর বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নে সৈয়দপুর গ্রামে এই ঘটনা ঘটে।
জানা গেছে, উপজেলার সৈয়দপুর গ্রামের রফিকুল ইসলামের বাড়িতে গত বৃহস্পতিবার রাত ৩টার দিকে দুস্কৃতিকারীরা বাসার জানালা দিয়ে আগুন নিক্ষেপ করে। এতে করে ওই ঘরের মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলে উঠে।
বাসায় রফিকুল ও তা স্ত্রী আকতার বানু ঘুমিয়ে ছিল। আগুনের তাপ অনুভব পেয়ে দু’জনে চিৎকার দিয়ে বাইরে আসতে চেষ্টা করে। কিন্তু বাইরে দুর্বৃত্তরা শিকলী দিয়ে ছিল। ফলে তারা ঘরের মধ্যে চিৎকার দিয়ে ছুটা ছুটি করতে থাকে। তাদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাদেরকে রক্ষা করে। পরে সবাই মিলে আগুনে পানি দিয়ে তা নিয়ন্ত্রণে আনে।
আগুনে ঘরের মধ্যে আসবাবপত্র ও কাপড়-চোপড় পুড়ে যায়। এ অগ্নিকান্ডের সূত্রপাত কিভাবে ঘটেছে তাৎক্ষনিক ভাবে তা জানা না গেলেও প্রতিপক্ষের দাবি জানালার দুরবর্তিতে আগুন দেয়ার খড়ের বন্দিয়া দেখে বুঝা গেছে। প্রতিপক্ষ তাদেরকে ফাঁসাতে আগুন দিয়েছে বলে বাড়ির মালিক রফিকুল ইসলাম দাবি করেন।
তিনি আরো জানান, জমি সংক্রান বিষয় নিয়ে প্রতিবেশীদের সাথে তার দীর্ঘ দিন ধরে দ্বন্দ্ব ছিল। পূর্ব শত্রুতা মূলক তাদেরকে পুড়িয়ে প্রতিশোধ নিতে এমন কান্ড করেছেন বলে তিনি অভিযোগ করেন।
এ ব্যাপারে তিনি শুক্রবার সন্ধ্যায় বাগমারা থানায় অভিযোগ করবেন বলে এ প্রতিবেদককে জানিয়েছেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগমারা প্রতিনিধি মো: আফাজ্জল হোসেন / রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.