বাগমারা প্রতিনিধি: দূর্যোগের প্রস্ততি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি’ এই প্রতিপাদ্যকে নিয়ে বাগমারায় জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস -২০২৫ উদযাপন উপলক্ষ্যে অগ্নিকান্ড বিষয়ক মহড়া ও আলোচনা সভা অনুৃষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন অফিসের উদ্যোগে সোমবার সকালে উপজেলা পরিষদ চত্তরে একটি বণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রকল্পট বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মৎস কর্মকর্তা আক্তারুজ্জামান, কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক, উপজেলা শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, জনস্বাস্থ্য কর্মকর্তা আব্দুল জব্বার প্রমূখ।
Comments are closed, but trackbacks and pingbacks are open.