বাগমারায় দুস্থ ও অসহায়দের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ

বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বাগমারা উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক কামাল হোসেনের পক্ষে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৪ টার দিকে উপজেলা সদর ভবানীগঞ্জ আলু হাটিতে কম্বল বিতরণ করতে মঞ্চ তৈরি করা হয়। এতে শীতবস্ত্র নিতে এলাকার গরীব ও অসহায়রা হুমড়ি খেয়ে পড়ে।
আনুষ্ঠানিক ভাবে প্রায় ২ হাজার দুস্থ নারী-পুরুষের হাতে কম্বল তুলে দেয়া হয়।
কম্বল বিতরণ পূর্বে এক সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ আব্দুস সোবহান, বিএনপি নেতা গোবিন্দপাড়া ইউনিয়ন চেয়ারম্যান হাবিবুর রহমান হবি, বড় বিহানালী ইউনিয়ন চেয়ারম্যান মাহামুদুর রহমান মিলন, উপজেলা মহিলা দলের সভাপতি রিনা ইসলাম, উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক আব্দুল গাফ্ফার, ভবানীগঞ্জ পৌর যুবদলের সাবেক সভাপতি আলাউদ্দিন প্রমুখ।
সার্বিক সহযোগিতায় বাগমারা উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগমারা প্রতিনিধি মো: আফাজ্জল হোসেন / রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.