বাগমারায় চেয়ারম্যান পদে ঘোড়া প্রতীকের জয়জয়কার ধ্বনি!

বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারায় ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ঘোড়া প্রতীকের জয়জয়কার ধ্বনি ছড়িয়ে পড়েছে। নির্বাচনে ৩ জন প্রার্থী থাকলেও তাদের পক্ষে তেমন সাড়া মিলছে না।
ফলে উপজেলা পরিষদে চেয়ারম্যান দ্বিতীয় বারের মত এবারেও জেলা আ’লীগের সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাড. জাকিরুল ইসলাম সান্টু নির্বাচিত হবেন বলে নিশ্চিত করছেন স্থানীয় আ’লীগের নেতা ও কর্মীরা।
জানা গেছে, উপজেলা পরিষদ নির্বাচন বাগমারা উপজেলার ১৬টি ইউনিয়ন ও দুইটি পৌরসভা নিয়েই গঠিত। আয়তন- ৩৬৩.৩০ বর্গ কিলোমিটার ভোটার সংখ্যা ৩ লক্ষ ১০ হাজার ৯ শত ৭৩ জন।
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন আগামী ২১ মে। এবারে উপজেলা চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী অংশ গ্রহণ করছেন। আ’লীগ নেতা ও তার সমর্থিত প্রার্থীরাই মূলত এবারে বাগমারায় উপজেলা পরিষদে নির্বাচনে অংশগ্রহন আছেন।
চেয়ারম্যান পদে জেলা আওয়ামীলীগের সহসভাপতি বাগমারা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ্যাড. জাকিরুল ইসলাম সান্টু (ঘোড়া), বাগমারা উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার (মোটর সাইকেল) ও উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক সরকার ওরফে আর্ট বাবু (আনারস)। আর মাত্র ৬ দিন বাকি নির্বাচনের। নির্বাচনে সাধারণের মধ্যে তেমন উত্তাপ নেই। তবে দলীয় নেতাকর্মীদের মধ্যে নির্বাচনকে ঘিরে এরই মধ্যে প্রচার-প্রচারণায় ব্যস্ততা লক্ষ্য করা যাচ্ছে।
এবারেও দ্বিতীয় বারের মতো ঘোড়া প্রতীক নিয়ে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ নিয়েছেন জেলা আ’লীগের সহসভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাড. জাকিরুল ইসলাম সান্টু। স্থানীয়দের মতে, এ যেন বাঘে বকরী লড়াই হওয়ার মত। এখানে তিনজন প্রার্থী থাকলেও মূল লড়াই হওয়ার তেমন কোন সম্ভাবনা মিলছে না। অদ্যাবধি নির্বাচনী মাঠে দুইজন প্রার্থীর উপস্থিতি প্রচার প্রচারনা চোখে পড়ার মত না। তবে এই তিনজন প্রার্থীর প্রতীক মাঠে মঝে মধ্যে থেকে দোল দিচ্ছে। লাড়াই ব্যাপক ভারসাম্যহীন হতে পারে বলে মনে করছেন দলীয় নেতাকর্মীরা। তারা ঘোড়ার সাথে মোটরসাইকেলের ও আনারসের লড়াইকে বাঘ বকরির সাথে তুলনা করেছেন।
উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অধ্যক্ষ গোলাম সারোয়ার আবুল বলেন, প্রার্থী (নাছিমা) নাম নিতে চাইনা। তার কোন দলীয় পদপদবী নেই। তারা একটি উৎভট পরিবার। তার স্বামী একটা উৎভট।
ইউনিয়নের মেম্বার থেকে শুরু করে এমপি ভোট পর্যন্ত করে তারা। কোথাও জয়লাভ করতে পারেনি। এই মহিলা (নাছিমা) ওই একি লাইন ধরেছে। তবে তার পরিনতি তার স্বামীর (প্রাক্তন) মতই হবে।
একই ভাবে উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অধ্যক্ষ গোলাম সারোয়ার আবুল সহ স্থানীয় নেতাকর্মীরা আব্দুর রাজ্জাক সরকার ওরফে আর্ট বাবু বিষয়ে নেগেটিভ মন্তব্য ছড়িয়ে দিচ্ছেন। এতে করে ওই দুই প্রার্থীর ভোট পাবার তেমন কোন সম্ভাবনা মিলছেনা বলে স্থানীয় দলীয় নেতাকর্মীরা মত প্রকাশ করছেন।
এদিকে এ্যাড. জাকিরুল ইসলাম সান্টু দীর্ঘ সময় ধরে উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রামে গ্রামে ঘুরে লোকজনের মাঝে ভোট প্রার্থনা করছেন। সে কারণে উপজেলার সর্বত্র দলীয় নেতাকর্মদের মধ্যে চলছে ঘোড়া প্রতীকের গুঞ্জণ। সে কারণে ভোটে বিজয়ী এবারও সান্টুর ঘোড়া প্রতীক হতে পারেন বলে অধিকাংশরাই নিশ্চিত করছেন।
এবিষয়ে উপজেলা চেয়ারম্যান প্রার্থী এ্যাড. জাকিরুল ইসলাম সান্টু বলেন, আমি রাজনৈতিক পরিবারে জন্ম গ্রহণ করেছি। ছাত্র জীবন থেকে রাজনীতির সাথে জড়িত। রাজনীতির গুরু বাগমারার কৃতি সন্তান বাগমারার মুক্তিযুদ্ধের সংগঠক বীর মুক্তিযোদ্ধা বাগমারা পাইলট স্কুলের হেড মাষ্টার মরহুম নুরুল ইসলাম।
তার অনুপ্রেরণায় তৎকালীন থেকে উপজেলাবাসীর পাশে থেকে কাজ করে যাচ্ছি। বাগমারাবাসীর অধিকার আদায়ের জন্য জেল খেটেছি। আমার বিশ্বাস বাগমারাবাসী আমাকে মাথায় তুলে রাখবে।আমিও বাগমারাবাসীর প্রতি কৃতজ্ঞ হয়ে আজীবন তাদের পাশে থেকে সেবা করে যাব বলে আশা ব্যক্ত করেছেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগমারা প্রতিনিধি মো: আফাজ্জল হোসেন / রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.