বাগমারায় উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত


বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারায় উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ টায় উপজেলা নির্বাহী অফিসার এ,এফ,এম আবু সুফিয়ানের সভাপতিত্বে উপজেলা পরিষদ সভা কক্ষে মাসিক সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, আইন শৃঙ্খলা কমিটির উপদেষ্ট উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নরদাশ ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, বাসুপাড়া ইউনিয়নের চেয়ারম্যান লুৎফর রহমান, গোয়ালকান্দি ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর হোসেন, কাচারী কোয়ালীপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মোজাম্মেল হক, যোগীপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মাজেদুল ইসলাম সোহাগ, বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রতিনিধি এস আই সুব্রত, বাগমারা প্রেস ক্লাবের সভাপতি আফাজ্জল হোসেন প্রমূখ।
এ সময় সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সুমন চৌধুরীর, ভবানীগঞ্জ সরকারী বিশ^বিদ্যালয় কলেজের অধ্যক্ষ হাতেম আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার মুকতাদির আহম্মেদ, আনসার ভিডিপি অফিসার অফিসার কামরুল হাসান, উপজেলা ইমাম সমিতির প্রতিনিধি মাওঃ হাফিজুর রহমান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদীপ কুমার সিংহ সহ আইন শৃংখলা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এবারে আইন শৃংখলা কমিটির সভায় আসন্ন নির্বাচনকে নিয়ে বক্তব্য প্রাধান্য পায়। এতে উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলায় নিজ দলীয় কোন্দলে উস্কানিমূলক বক্তব্য থেকে বিরত থাকার আহব্বান জানান।
সভায় বক্তারা দাবি করে বলেন, বাগমারায় কোন ধরনের নাশকার ঘটনা নেই এবং আইন শৃংখলার অবস্থান ভালো বলে স্বীকার করেন। সেই সাথে সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহবান জানান তারা। একই সাথে এলাকায় প্রতিপক্ষের রোষানলে বা কারো ইন্ধনে নিরাপরাধ ব্যক্তি হয়রানির স্বীকার না হয়, সে ব্যাপারে আইন শৃঙ্খলাবাহিনীর প্রতি সুদৃষ্টি কামনা করা হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগমারা প্রতিনিধি মো: আফাজ্জল হোসেন / রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.