বাগমারায় ইউপি চেয়ারম্যান রেজাউল হকের ইন্তেকাল

বাগমারা প্রতিনিধি: রাজশাহী-৪ বাগমারার সাবেক এমপি এনামুলের ছোট ভাই মাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল হক লেদা (৫২) হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে…রাজিউন)।

চেয়ারম্যান রেজাউল হক রবিবার বিকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে রাজশাহী মেডিকেল কলেজে নেয়া হয়। চিকিৎসাধীন আবস্থায় রাত তিনটার দিকে মৃত্যু বরণ করেছেন তিনি।
মৃত্যুকালে তিনি দুই স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। রেজাউল হক লেদা উপজেলার মাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসাবে দায়িত্বরত কালীন সাম্প্রতি ওই ইউনিয়নের মেম্বর গণ তার বিরুদ্ধে অনাস্থা আনলে তিনি বেয়কায়দায় পড়েন।
এ বিষয় নিয়ে তিনি বড্ড দুশ্চিন্তায় ছিলেন। এমতবস্থায় রবিবারে তিনি অসুস্থ হয়ে পড়েন। বিকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে রাতে তিনি মারা যান।
সোমবার সকালে মরহুমের লাশ গ্রামের বাড়ি সাকোঁয় নিয়ে আসা হলে তাকে এক নজর দেখতে এলাকার মানুষের ভিড় করে। স্থানীয় প্রতিবেশীসহ তার অনুসারীরা অকাল মৃত্যুতে কান্নায় ভেঙ্গে পড়ে। বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার শিকদারী সালেহা-ইমারত একডেমীর মাঠে জানাযা শেষে তার পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।
জানাযায় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল রাজ্জাক, উপজেলা জামায়াতের সেক্রেটারী অহিদুল ইসলাম, ভবানীগঞ্জ ক্লিনিকের পরিচালক ডা: আব্দুল বারী, গোয়ালকান্দি ইনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ খাঁন ও উপজেলার বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গসহ এলাকার বিভিন্ন স্তরের বিপুল সংখ্যা মুসল্লী।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগমারা প্রতিনিধি মো: আফাজ্জল হোসেন / রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.