বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারায় রোববার আর্ন্তজাতিক নাসিং দিবস উদযাপন করা হয়েছে। বেলা ১০টার দিকে উপজেলায় কর্মরত নার্সের উদ্যোগে নার্স গ্রুপের নেতা ইকবাল হোসেনের নেতৃত্বে একটি র্যালি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হতে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
এবারের প্রতিপাদ্য ছিল our nurses. our future. the economic power of care. র্যালিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ হাসান আলী মোল্লা, ডাঃ শরিফ উদ্দিন, ডাঃ আশরাফুন নেসা মমী, উপজেলা সেনেটারী ইন্সপেক্টর আশরাফুল ইসলাম পিন্টু, স্বাস্থ্য সহকারী মমতাজ বেগম, নার্স ইতি খানম, শাহীন, সেলিমহর প্রমূখ।
Comments are closed, but trackbacks and pingbacks are open.