বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারায় আইন-শৃংখলা কমিটির মাসিক সভা মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে বেলা ১০টার দিকে অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপজেলা নির্বাহী অফিসার উজ্জল হোসেনের সভাপতিত্বে সভায় অবৈধ পুকুর খনন, বাল্য বিবাহ প্রতিরোধ, রমজানের আগে মজুতদারী প্রতিরোধ ও স্থানীয় নানা অভিযোগ নিয়ে আলোচনা হয়।
সভায় বক্তাগণ উপজেলার আইন শৃংখলা বিষয়কদিক নির্দেশনা মূলক আলোচনা করেন। উপজেলায় বিভিন্ন এলাকায় অব্যাহত অবৈধ পুকুর খননে মাঠিবাহী ট্রাক্টর থেকে পিচ্ছিল কাঁদায় সড়কে যানবহন চলাচলে ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে বলে অভিযোগ করা হয়। অধিকাংশ বিলে পুকুর খননে আবাদি জমি কমছে। একের পর এক পুকুর খননে পানি নিস্কাশন বন্ধ হয়ে জলবদ্ধতায় বিপাকে পড়ছে অধিকাংশ কৃষক। প্রশাসনের পক্ষে অবৈধ পুকুর খননে চলমান ভ্রাম্যমান ও মামলা থাকলেও এতে কাজ হলেও রাতে পুকুর খনন বাড়ছে। এ কারণে প্রশাসনিক কাজে স্থানীয় চেয়ারম্যান ও গ্রাম পুলিশের সহযোগীয় বন্ধ করার ব্যবস্থা নেয়া হবে আলোচনায় উঠে আসে। একই ভাবে জমির মালিকদের না বলে কেউ পূর্বক পুকুর খনন করতে গেলে তাদেরকে আইনের আশ্রয় নিতে বলা হয়।
এছাড়া উপজেলার আইন শৃংখলার দিক নির্দেশনা-সমাধান, বাল্যবিবাহ প্রতিরোধ, মদক প্রতিরোধ নিযে আলোচনা করা হয়েছে। সভায় উপজেলা নির্বাহী অফিসার উজ্জল আসন্ন রমজান মাসে কোন মজুতদার যেন অবৈধ ভাবে মালামাল আটকিয়ে কৃত্রিম সংকট না করতে পারে এ জন্য চেয়ারম্যনসহ সাংবাদিকদের সহযোগীতা কামনা করেছেন।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভ‚মি) সুমন চৌধুরী, মাধ্যমিক শিক্ষা অফিসার মুকতাদীর আম্মেদ, উপজেলা প্রকৌশলী খলিলুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব আল রানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার ডা: হাসান আলী মোল্লাসহ সভায় বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, দপ্তর প্রধান সহ আইন শৃংখলা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে প্রান্তে উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা করা হয়।
Comments are closed, but trackbacks and pingbacks are open.