বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারায় অবৈধভাবে গড়ে ওঠা ইটভাটায় অভিযান চালিয়েছে রাজশাহীর পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাগন। তাদের অভিযানে চারটি ইটভাটা গুঁড়িয়ে দেয়া হয়েছে বলে জানা গেছে।
সোমবার (১০ মার্চ) সকাল থেকে শুরু হয়ে বিকাল পর্যন্ত এই অভিযান চলে। তবে অভিযানকালে কোন ইটভাটা মালিককে পাওয়া যায়নি।
অভিযান চালানো ইটভাটা গুলো হচ্ছে শুভডাঙ্গা ইউনিয়নের বিগোপাড়ায় গড়ে উঠা “এস ই এ এম” বিকস নামে ড্রামচিনী ইটভাটা। সেখানে অভিযানে পরিবেশ অধিদপ্তরের ঢাকা এবং রাজশাহীর কর্মকর্তার সঙ্গে সেনাবাহিনী, র্যাব, পুলিশ ও ফায়ারসার্ভিসের লোকজন অংশ নেয়। ফায়ারসারর্ভিসের লোকজন পানি ছিটিয়ে আগুন নিভায়। পাশাপাশি ড্রামচিমনীর ইটভাটাটি গুঁড়িয়ে দেয়া হয়।
তবে অভিযানের খবর জানতে পেয়ে ভাটা মালিক সফিকুল ইসলাম ও শ্রমিকেরা সটকে পড়েন।
পরে দেড় কিলোমিটার দুরে শালমারা নামক স্থানে “এমএনকে” নামে আরকেটি ড্রামচিমনীর ইটভাটায় একই ভাবে অভিযান চালিয়ে গুঁড়িয়ে দেয়া হয়। তবে অভিযানের খবর পেয়ে ওই ভাটার মালিক নূরন্নবী ইটভাটার উপরে থাকা ড্রাম অংশ খুলে ফেলেন।
অভিযানে নেতৃত্ব দেয়া পরিবেশ অধিদপ্তর রাজশাহীর সহকারী পরিচালক কবির হোসেন বলেন, তাঁদের এই অভিযান পুরা জেলায় অব্যাহত থাকবে। পরিবেশ আইন অমান্য করে ড্রামচিমনীর ইটভাটাগুলো তৈরি করা হয়েছিল। পরিবেশ বহির্ভূত সকল ইটভাটার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে তিনি জানিয়েছে।
Comments are closed, but trackbacks and pingbacks are open.