বাগদানের পর নতুন ছন্দে সেলেনা গোমেজ

বিটিসি বিনোদন ডেস্ক: হলিউডের সুপারস্টার সেলেনা গোমেজ আবার স্টুডিওতে ফিরেছেন! সম্প্রতি তার ইনস্টাগ্রাম স্টোরিজে একটি ভিডিও শেয়ার করেছেন তিনি। সেখানে দেখা গেল তিনি নতুন গান তৈরিতে ব্যস্ত।
আবারও তাকে গানে মন দিতে দেখে ভক্তরা বেশ উচ্ছ্বসিত।
ভিডিওতে দেখা গেল, সেলেনা একটি সাদা ট্যাঙ্ক টপ এবং কালো হেডফোন পরে আছেন। স্টুডিওতে খুব মনোযোগ দিয়ে কাজ করছেন। ২০২৩ সালে গায়ক বেনি ব্লাঙ্কোর সঙ্গে সম্পর্কে জড়ান সেলেনা গোমেজ।
গেল ডিসেম্বরে তারা এনগেজমেন্ট ঘোষণা করেন।
সেলেনা তার ইনস্টাগ্রামে একটি ছবির কোলাজ শেয়ার করে সুখবরটি জানিয়েছিলেন। তিনি ক্যাপশন দিয়েছিলেন, ‘আজ থেকে চিরকাল শুরু হয়…’।
বাগদানের পর নতুন করে আবারও কাজে ফিরেছেন তিনি। শুরুটা হলো গান দিয়েই। নতুন গানটির সম্পর্কে বিস্তারিত জানাননি সেলেনা। স্ক্রিনে একটি লাল হৃদয়ের ইমোজি বসিয়ে ব্যাকগ্রাউন্ডে মৃদু সংগীত বাজাচ্ছিলেন। এটি ভক্তদের আরও কৌতূহলী করে তুলেছে।
গেল বছরের ফেব্রুয়ারিতে সেলেনার সর্বশেষ একক ‘লাভ অন’ প্রকাশ হয়েছিল। এরপর তিনি ব্যস্ত হয়ে পড়েন ‘এমিলিয়া পেরেজ’ সিনেমা নিয়ে। সিনেমাটিতে অভিনয় করেছেন সেলেনা। এটি দেশে দেশে পুরস্কার পাচ্ছে।
পুরস্কৃত হয়েছেন সেলেনাও। গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডে এ ছবিতে অভিনয়ের জন্য পার্শ্ব চরিত্রে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তিনি।
৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডসের আসরের বড় চমক উঠে এসেছে লাতিন অ্যামেরিকান স্প্যানিশ ভাষায় নির্মিত ফরাসি সিনেমাটি। সেরা চলচ্চিত্র থেকে শুরু করে সেরা অভিনেত্রী, সেরা পরিচালক, আন্তর্জাতিক কাহিনিচিত্র, আবহ সংগীত, গানসহ মোট ১৩টি মনোনয়ন পেয়ে ইতিহাস গড়েছে এটি। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.