বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে সোমবার (২০ জানুয়ারি) শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। শপথ নেয়ার আগে তাকে হোয়েইট হাউসে স্বাগত জানান বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন।
শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ার অংশ হিসেবে প্রেসিডেন্ট-ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প ও মেলানিয়া ট্রাম্পকে হোয়াইট হাউসে স্বাগত জানান বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেন।
ট্রাম্প গাড়ি থেকে নামার পর বাইডেনের সঙ্গে হাত মেলানোর জন্য হোয়াইট হাউসের সিঁড়ি বেয়ে ওঠার সময় বাইডেন তাকে ‘ওয়েলকাম হোম’ বলে স্বাগত জানান।
শপথগ্রহণের আনুষ্ঠানিকতা শুরুর আগে তারা হোয়াইট হাউসে সবাই মিলে চা পান করেন।
এদিকে শপথ নেয়ার আগেই ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
শুভেচ্ছা বার্তায় প্রধান উপদেষ্টা দুই দেশের সহযোগিতাপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
শুভেচ্ছা বার্তায় প্রধান উপদেষ্টা জানান, আমাদের দৃঢ় বিশ্বাস, দুই দেশের মধ্যে সহযোগিতার নতুন নতুন ক্ষেত্র উন্মোচনের জন্য কাজ হবে। সেই বিশ্বাস পুনর্ব্যক্ত করছি এবং ডোনাল্ড ট্রাম্পের নতুন মেয়াদ শুরুতে তাঁকে শুভকামনা জানাই।
ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে ওয়াশিংটনে আসছেন বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান। এদের মধ্যে আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ার মাইলি ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির অংশ নেয়ার কথা রয়েছে। শপথ অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের প্রতিনিধিত্ব করার কথা দেশটির ভাইস প্রেসিডেন্ট হান ঝেং-এর।
দেশটির পররাষ্ট্র দফতরের তথ্য বলছে, মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতা হস্তান্তর অনুষ্ঠানে কোনো বিদেশি নেতা কখনও যোগ দেননি। সেই দিক দিয়েও এটি হতে যাচ্ছে বিরল এক অভিষেক। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.