বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত বিশেষ অভিযানে খুলনায় রিভলবার উদ্ধার

বিশেষ (খুলনা) প্রতিনিধি: গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার (৭ ফেব্রুয়ারি-২০২৫) আনুমানিক ১৬৩৫ ঘটিকায় খুলনার সোনাডাঙ্গা থানার অন্তর্গত লায়ন্স স্কুল সংলগ্ন এলাকায় বাংলাদেশ নৌবাহিনী একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

এ সময় লায়ন্স স্কুল এন্ড কলেজ এর পেছনের রাস্তার পাশে একটি ঝোপের আড়ালে কাগজের বাক্সে রাখা ০১টি রিভলবার উদ্ধার করা হয়।
পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত রিভলবারটি সোনাডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় দায়িত্বপূর্ণ এলাকাসমূহে বাংলাদেশ নৌবাহিনীর নিয়মিত যৌথ অভিযান চলমান থাকবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (খুলনা) প্রতিনিধি সৈয়দ আবুল কাসেম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.