বাংলাদেশ থেকে আরও জনশক্তি নিতে আগ্রহী রাশিয়া : রাষ্ট্রদূত

ঢাকা প্রতিনিধি: ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার জি খোজিন জানিয়েছেন, রাশিয়ার শ্রমবাজারে বাংলাদেশে কর্মীদের কর্মসংস্থানের সুযোগ রয়েছে। বাংলাদেশ থেকে আরও দক্ষ জনশক্তি নিতে আগ্রহী রাশিয়া।
রোববার (১৯ জানুয়ারি) রাশিয়ার নব নিযুক্ত রাষ্ট্রদূত পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও পররাষ্ট্র সচিব এম জসীম উদ্দিনের সঙ্গে বৈঠক করেন।
বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাশিয়ার রাষ্ট্রদূত বলেন, রাশিয়ায় কৃষি, জাহাজ নির্মাণ শিল্প, আতিথেয়তাসহ বিভিন্নখাতে কর্মসংস্থানের সুযোগ রয়েছে। তবে তার আগে এ নিয়ে বিস্তারিত আলোচনা করে বাংলাদেশের সঙ্গে চুক্তি রাশিয়া চুক্তি করতে চায়। ভিসা পদ্ধতি সহজীকরণসহ বাংলাদেশ থেকে আরও দক্ষ জনশক্তি নিতে আগ্রহী রাশিয়া।
রাষ্ট্রদূত বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের টাকা পরিশোধ সংক্রান্ত জটিলতা দ্রুতই কেটে যাবে। এ বিষয়ে কাজ করছে কারিগরি দল। স্থানীয় মুদ্রাসহ সার্বিক সম্পর্কের বিষয়ে ইতিবাচক রয়েছে উভয় দেশ। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের কাজ সময়মতো সমাপ্তি হবে।
তিনি আরও বলেন, অতীতেও রাশিয়া বাংলাদেশের পাশে ছিল। সহযোগিতার এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মো. আকরাম হোসেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.