বাংলাদেশ জামায়াতে ইসলামী জলঢাকা উপজেলা শাখার আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল

নীলফামারী প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী জলঢাকা উপজেলা শাখার আয়োজনে রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও বিশিষ্টজনের সম্মানে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল সোমবার বিকালে জলঢাকা উপজেলা জামায়াত অফিস আলফালা চত্বরে অনুষ্ঠিত  হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী জলঢাকা উপজেলা শাখার সেক্রেটারি মোয়াম্মার আল হাছানের পরিচালনায় ও উপজেলা আমীর মোখলেছুর রহমান এর সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি সিনিয়র প্রভাসক মাওলানা আন্তাজুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এ্যাড আল ফারুক আব্দুল লতিফ,জলঢাকা থানা অফিসার ইনচার্জ আরজু মো: সাজ্জাদ হোসেন, জেলা শুরা সদস্য ওবায়দুল্লাহ সালাফী, জেলা কর্মপরিষদ সদস্য ও সিনিয়র প্রভাসক ছাদের হোসেন,বিএনপি জলঢাকা উপজেলার ভারপ্রাপ্ত সভাপতি কাজী দিলদার হোসেন,প্রশাসনের কর্মকর্তা বৃন্দ, শিবিরের কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক আরমান পাটোয়ারী, স্বেচ্ছাসেবক দল জলঢাকা উপজেলা শাখার সভাপতি ও প্রেসক্লাব জলঢাকার সেক্রেটারি শাহজাহান কবীর লেলিন প্রমুখ।
মাহফিলে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নীলফামারী প্রতিনিধি এরশাদ আলম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.