বাংলাদেশে পুশ-ইন ঠেকাতে রাঙামাটি সীমান্তে কড়া নজরদারি

রাঙ্গামাটি প্রতিনিধি: সীমান্ত দিয়ে ভারত থেকে কাউকে যেন বাংলাদেশে পুশ-ইন করা না যায় এবং চোরাচালান রোধ করতে সীমান্তবর্তী এলাকায় কঠোর নজরদারি বাড়িয়েছে রাঙামাটি বিজিবি।
ঈদুল আজহার ছুটির সুযোগে যেন অপরাধমূলক কাজ না বাড়ে এ জন্য টহল বাড়ানো হয়েছে।
বৃহস্পতিবার (৫ জুন) সকালে রাঙামাটি জেলার লংগদু রাজনগর বিজিবির সদরদপ্তরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দপ্তর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল নাহিদ হাছান।
তিনি বলেন, ‘যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে বিএসএফ বাংলাদেশে পুশ-ইন করছে। এর প্রতিক্রিয়ায় বিভিন্ন পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে মৌখিক ও লিখিতভাবে প্রতিবাদ জানাচ্ছে বিজিবি।’
নাহিদ হাছান আরও বলেন, ‘পুশ-ইন ছাড়াও অবৈধ পথে গরু আসায় দেশের খামারিরা ক্ষতিগ্রস্ত হন। তাই গরু চোরাচালান রোধ করা হচ্ছে। আসন্ন ঈদুল আজহা ছুটিকে কেন্দ্র করে এসব অপরাধমূলক কাজ বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে।’
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রাঙ্গামাটি প্রতিনিধি মো. মাজহারুল করিম মাজেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.