নরসিংদী প্রতিনিধি: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ মানুষ, কিন্তু বাংলাদেশের মানুষ ধর্মান্ধ নয়। এই বাংলার মাটিতে হাজার হাজার বছর ধরে বিভিন্ন ধর্ম, বর্ণ, জাতির মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে এখানে বসবাস করে এসেছে। আজকে কিছু কিছু স্বার্থপর মানুষ তারা নিজেদের দূরভিসন্ধি এবং স্বার্থকে ব্যবহার করার জন্যে দেশের ভিতরে এবং বাইরে কিছু অপশক্তি মিথ্যাচারের মাধ্যমে এবং মিথ্যা খবর তৈরী করে বিগত ৫ মাসে বার বার বিভিন্ন রকমের অপচেষ্টা করেছে।
শুক্রবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় নরসিংদীর পলাশে সাত দিন ব্যাপী ডাঙ্গা আন্তর্জাতিক ইসলামী মহা-সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আমরা এই ঐতিহাসিক ইসলামী মহা সম্মেলন থেকে নতুন করে এই ঘোষণা করব, যে বাংলাদেশের মানুষ সম্প্রীতির সঙ্গে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বসবাস করেছে হাজার বছর ধরে। আমরা আজ শুধু পরস্পর একইভাবে শান্তি শৃঙ্খলা বজায় রেখে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বসবাস করে যাব। আমাদের এই সম্প্রীতি কোন দুষ্ট অপশক্তি ব্যহত করতে পারবে না।
ডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ ইকবালের সভাপতিত্বে ইসলামী মহা-সম্মেলনে উপস্থিত ছিলেন, পলাশ থানা বিএনপির সহসভাপতি শফিকুল ইসলাম স্বপন, পলাশ থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন ভূঁইয়া মিল্টন, ঘোড়াশাল পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, ডাঙ্গা ইউনিয়ন যুবদলের সভাপতি মনিরুজ্জামান মনিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Comments are closed, but trackbacks and pingbacks are open.