বিটিসি স্পোর্টস ডেস্ক: দরজায় কড়া নাড়ছে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ। আর ১০ দিনের অপেক্ষা। এরপরই শুরু হবে ১০ দলের শ্রেষ্ঠত্বের লড়াই। বিশ্বকাপকে সামনে রেখে আগেভাগেই দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মতো দলগুলো। তবে সেদিক থেকে অনেকটাই পিছিয়ে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। এখনও বিশ্বকাপের দল ঘোষণা করতে পারেনি বিসিবি।
তবে স্বস্তির খবর, আগামীকাল মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপ দল ঘোষণা করবে বিসিবি। এরপর দিনই ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়বে ক্রিকেটাররা। এর আগে ক্রিকেটারদের জার্সি উন্মোচনের পাশাপাশি অফিসিয়াল ফটোশুট অনুষ্ঠিত হবে।
জানা গেছে, প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে আজ সোমবার (২৫ সেপ্টেম্বর) অস্ট্রেলিয়া থেকে ঢাকায় ফিরবেন। প্রধান এই কোচ ফেরার পরই চূড়ান্ত ১৫ জনের স্কোয়াড ঘোষণা করতে চায় বিসিবি। আগামীকাল নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে দলের সঙ্গে যোগ দেবেন হাথুরুসিংহে।
বিশ্বকাপে বাংলাদেশের ওপেনিংয়ে তামিম ইকবালের সঙ্গী হিসেবে ফিরে আসছেন লিটন দাস। এরপর যথাক্রমে আছেন নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিমরা নিশ্চিতভাবেই থাকছেন দলে। ধারণা করা হচ্ছে, বিশ্বকাপ দলে থাকবেন মাহমুদউল্লাহ রিয়াদ। নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ৪৯ রানের ইনিংস খেলে নির্বাচকদের নজর কেড়েছেন রিয়াদ। এছাড়াও ৭ নম্বর পজিশনে তার থেকে অভিজ্ঞ আর কেউ নেই। সেই বিবেচনায় বিশ্বকাপ দলে টিকে যেতে পারেন এই অভিজ্ঞ অলরাউন্ডার।
এছাড়াও বিশেষজ্ঞ স্পিনার হিসেবে মেহেদী হাসান মিরাজ ও নাসুম আহমেদের বিশ্বকাপ দলে জায়গা অনেকটা নিশ্চিত। দলে থাকবেন পাঁচ পেসার তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম। পাঁচ নম্বর পেসারের দৌড়ে আছেন তানজিম সাকিব ও খালেদ আহমেদ। তানজিমের চোট কিছুটা দুশ্চিন্তার নির্বাচকদের জন্য। এছাড়াও স্পিন অলরাউন্ডার হিসেবে টিকে যেতে পারেন শেখ মেহেদি।
Comments are closed, but trackbacks and pingbacks are open.