বাংলাদেশের বন্দর ব্যবহার করতে চায় নেপাল

বিশেষ প্রতিনিধি: পণ্য আমদানি রপ্তানিতে চট্টগ্রাম, মংলা ও পায়রা বন্দর ব্যবহারে আগ্রহ প্রকাশ করছে নেপাল। বিশেষ করে বাংলাবান্ধা দিয়ে মোংলা পোর্ট ব্যবহারে বেশি গুরুত্ব দিয়েছে দেশটি।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সঙ্গে নেপালের রাষ্ট্রদূত ঘনস্যাম ভান্ডারি সাক্ষাৎ করে এই আগ্রহের কথা প্রকাশ করেন। মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সক্ষাৎ শেষে প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী সাংবাদিকদের জানান, ভারতের ২৩ কিলোমিটার ভূমি ব্যবহার করে কীভাবে নেপালের সঙ্গে যুক্ত হওয়া যায় আগামী দুই তিন মাসের মধ্যে এ ব্যাপারে বৈঠক হবে। এই সংকট নিরাসনে বাংলাদেশ ভারত নেপাল একসঙ্গে কাজ করবে। নেপালের পক্ষ থেকে বন্দর ব্যবহার করে বাণিজ্যিক কার্যক্রম সম্প্রসারণে দুই দেশের প্রধানমন্ত্রী পর্যায়ে কথা হচ্ছে। এই বিষয়টিকে আমরা অনেক বেশি গুরুত্ব দিচ্ছি।
সক্ষাতে নেপালের রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীর নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেছেন বলেও জানান প্রতিমন্ত্রী।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ প্রতিনিধি মো: লোকমান হোসেন পলা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.