চট্টগ্রাম ব্যুরো: অধিকারের উদ্যোগে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে প্রতিবছরের ন্যায় এ-বছরও ৩’মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। অধিকারের পোকাল পার্সন ওসমান জাহাঙ্গীরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ এডিটর’স ফোরামের সভাপতি মিজানুর রহমান চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে মিজানুর রহমান চৌধুরী বলেন, আজকে অন্যান্য বিষয় সাথে সাথে বাংলাদেশের সাংবাদিকতা এবং বাংলাদেশের লেখক তারা দাসত্বে শিকলে বন্দী। তারা কেউ দলীয় দাসত্বে কেউ অবৈধ সম্পদ অর্জনে ব্যস্ত।
বাংলাদেশের সংবাদপত্র, বাংলাদেশের স্বাধীনতা একশ্রেণীর মাফিয়া চক্রের হাতে জিম্মি হয়ে আছে। এই মাফিয়া চক্রের হাত থেকে বাংলাদেশের সাংবাদিক এবং বাংলাদেশের স্বাধীনতাকে মুক্ত করতে হবে। সাথে সাথে বাংলাদেশের সকল সাংবাদিকদের মৌলিক অধিকার ফিরিয়ে দিতে হবে এবং গণমাধ্যমকর্মীদের উপর নির্যাতন বন্ধ করতে হবে। তাদেরকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে।
সভাপতিতের বক্তব্যে ওসমান জাহাঙ্গীর বলেন, যেখানে গণতন্ত্র থাকে না সেখানে সব অধিকার লঙ্ঘিত হয়। সুতরাং বাংলাদেশের স্বাধীনতা রক্ষার্তে গণমাধ্যমকর্মীদের উপর জুলুম নির্যাতন বন্ধ করে তাদেরকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চট্টগ্রাম ব্যুরো প্রধান স. ম. জিয়াউর রহমান। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.