বসতবাড়ি থেকে উচ্ছেদ: মামলা না নেয়ার অভিযোগ প্রবাসির স্ত্রী (ভিডিও)

রংপুর প্রতিনিধি: বসতবাড়ি থেকে উচ্ছেদ চেস্টাসহ নানাভাবে হয়রানির শিকার হয়ে মামলা করতে গেলেও রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানা পুলিশের বিরুদ্ধে না নেয়ার অভিযোগ করেছেন এক প্রবাসির স্ত্রী।
গতকাল রবিবার (২৭ অক্টোবর) বিকালে রংপুর রিপোর্টার্স ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন দক্ষিন কোরিয়া প্রাবাসি তারেক হোসেন রাকিবের স্ত্রী মোছাঃ আসমা আক্তার পলাশ।
এসময় তার সাথে ছিলেন ১২ বছরের একমাত্র সন্তান বায়েজিদসহ স্বজনরা। আসমার অভিযোগ, আমি ১৬ বছর থেকে আমার শাশুড়ীর কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া জমিতে বসবাস করে আসছি।
আমার স্বামী ৫ বছর থেকে দেশের বাইরে থাকার সুবাদে তার ওয়ারিশদের মধ্যে মিনারা, মরিয়ম, মোতলেব হোসেন বাদল, মেহবুব হোসেনসহ অন্যান্যরা বসতবাড়ি থেকে উচ্ছেদের চেস্টা করছে।
এরই ধারাবাহিকতায় তারা আমার এবং আমার সন্তানের ওপর হামলা চালায়। এ বিষয়ে আমি ১৪ ও ১৫ সেপ্টেম্বর কোতয়ালী থানায় মামলা দিতে গেলে থানায় মামলা নেয় নি।
এরপর আমি আদালতে মামলা করি। উল্টো তারা আমার বিরুদ্ধে আদালতে মামলা করে। এখন সন্তানকে অপহরণসহ নানাভাবে হুমকি ধামকিদ দিচ্ছে। আমি সরকারের কাছে আমার ও আমার পরিবারের নিরাপত্বা চাই।
এ ব্যপারে মোবাইলে কোতয়ালী থানার ওসি জানান, বিষয়টি আমার নলেজে ছিল না।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রংপুর প্রতিনিধি এস এম রাফাত হোসেন বাঁধন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.