বশেমুরবিপ্রবি’তে ‘ইন্টারন্যাশনাল রিসার্স কোলাবোরেশন অন ইঞ্জিনিয়ারিং’ শীর্ষক সেমিনার
বশেমুরবিপ্রবি প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ‘ইন্টারন্যাশনাল রিসার্স কোলাবোরেশন অন ইঞ্জিনিয়ারিং’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে এ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনার বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাপানের ওকায়ামা বিশ্ববিদ্যালয়ের ভাইস ডিন প্রফেসর কেঞ্জি সুরুকা।
ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. বি.কে. বালার সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিন।
সেমিনার বক্তা কেঞ্জি সুরুকা বলেন,’প্রকৌশল শিক্ষাকে সমৃদ্ধ করতে আন্তর্জাতিকভাবে সমন্বিত গবেষণার প্রয়োজন।’
প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিন বশেমুরবিপ্রবিতে আগমনের জন্য সেমিনার বক্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সেমিনার আয়োজনের জন্য ইঞ্জিনিয়ারিং অনুষদকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘এ ধরনের সেমিনার আয়োজনের মাধ্যমে একদিন এ বিশ্বদ্যিালয়ের শিক্ষার্থীরা দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে উঠবে।’
সেমিনারে বিশ্বদ্যিালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বশেমুরবিপ্রবি প্রতিনিধি শাফিউল কায়েস।#
Comments are closed, but trackbacks and pingbacks are open.