বলিউড তারকা সালমান খানকে হত্যার হুমকি!
বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: বলিউড বা তার বাইরে একটি নাম বেশ সমাদ্রিত। কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় ৫ বছরের সাজা পাওয়া সালমান খান, বর্তমানে তিনি জামিনে রয়েছেন। তবুও এর জের ধরে পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠন ‘সপু পার্টি’ তাকে হত্যার হুমকি দিয়েছে।
গত ১৬ সেপ্টেম্বর সপু পার্টির ফেসবুক পেজে ফলাও করে ‘ প্রাণী হত্যা বন্ধ করুন। নারীদের সম্মান দিতে শিখুন। গরীবদের সাহায্য করুন। নেশা বন্ধ করুন শর্ত গুলি দিয়ে এই অভিনেতাকে হত্যার হুমকি দেওয়া হয়। যাতে লেখা রয়েছে- ‘ভারতবর্ষের আইন অনুযায়ী আপনি ছাড় পেতে পারেন কিন্তু বিষ্ণোই সমাজ এবং সপু পার্টি আপনাকে শাস্তি দেবে।
এই হুমকির খবর প্রচারের পর ‘সুলতান’ খ্যাত অভিনেতা সালমান খানের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। ভারতীয় গণমাধ্যম জি২৪ ডট কম তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, এ ঘটনায় মুম্বাই পুলিশের ডেপুটি কমিশনার ধর্মেন্দ্র যাদব বলেছেন, ‘সালমানের নিরাপত্তার জন্য সব রকমের ব্যবস্থা করা হয়েছে। চিন্তার কোনো কারণ নেই।’
এর আগে ও সালমান খানকে কৃষ্ণসার হরিণ হত্যার কারণে খোলাখুলি হুমকি দেন গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই। ছেলের নিরাপত্তা নিয়ে মুম্বাই পুলিশের উপর গভীর আস্থা রয়েছে বলে জানিয়েছে সালমানের বাবা সেলিম খান।#
Comments are closed, but trackbacks and pingbacks are open.