বর্ণিল আয়োজনে ইসলামপুরে সুপার স্টার ক্লাবের নববর্ষ বরণ

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: বাঙ্গালীর ঐতিহ্য কে ধারন করে সারাদেশের ন্যায় জামালপুরের ইসলামপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
১৪ এপ্রিল সোমবার ইসলামপুরে ঐতিহ্যবাহী সুপার স্টার ক্লাব আয়োজনে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। পৌর শহরের পাটনী পাড়া মোড় থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে রেলগেইটে গিয়ে শেষ হয়।
এতে জেলা বিএনপির বন ও পরিবেশ সম্পাদক জয়নাল আবেদীন সরকার, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জাকিউল ইসলাম তিব্বত, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মনির খান লোহানী, সিয়াম ভান্ডারী নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন।
এ সময় বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা বাঙ্গালী সাজে শোভাযাত্রায় অংশ নেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি লিয়াকত হোসাইন লায়ন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.