BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বাগেরহাটে জাতীয় সমবায় দিবস উদযাপন 

বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বাগেরহাটে জাতীয় সমবায় দিবস উদযাপন 

বাগেরহাট প্রতিনিধি: “সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো বাগেরহাটে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে।

শনিবার (১ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

র‍্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়  প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে সমবায় বিভাগ আয়োজিত এক আলোচনা সভা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হলেন মোঃ মমিনুর রহমান।

আলোচনা সভায় সভাপতিত্বো করেন জেলা সমবায় কর্মকর্তা মোঃ আনিসুর রহমান।

এ সময় সমবায়দের মধ্যে বক্তৃতা করেন, সমবায় কোঅপারেটিভ ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান সাংবাদিক ইয়ামিন আলী, রংধনু সমবায় সমিতির সভাপতি আবুল কালাম আজাদ বুলু, শিক্ষক সমবায় সমিতির মোঃ হাসিবুর রহমান প্রমুখ।

সভায় বক্তারা বলেন, সমবায় ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে একটি আত্মনির্ভরশীল বাংলাদেশ গঠন সম্ভব।

বর্তমান অন্তর্বর্তী সরকার সমবায় খাতকে আধুনিক ও গতিশীল করতে বিভিন্ন নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। কৃষি, মৎস্য, পশুপালন, সঞ্চয় ও ঋণদান এবং কুটির শিল্পসহ বিভিন্ন ক্ষেত্রে সমবায় ভিত্তিক কার্যক্রমই দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ